কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার মদন উপজেলায় বুধবার সকালে সোহান মিয়া (১৫ মাস) নামের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। শিশুটি মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের আনারুলের ছেলে।
শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে হালকা বৃষ্টি শুরু হলে সোহান বাড়ির সামনে খেলা করতে থাকে। হঠাৎ লোক চক্ষুর আড়ালে বাড়ির সামনে ডোবায় পড়ে গেলে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে তাকে মদন হাসপাতালে নিয়ে আসে। মদন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাইফুল্লাহ সজীব তাকে মৃত ঘোষনা করেন।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, বুধবার সকালে সোহান নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।