কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৬ হাজার অতিদরিদ্র ও গৃহবন্দি মানুষের ঘরে ঈদ সামগ্রী বিতরন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আলাল উদ্দিন আলাল। বুধবার সকালে তার ব্যক্তিগত উদ্দ্যেগে ওইসব এলাকায় আনুষ্ঠানিক বিতরন কার্যক্রম শুরু হয়।
স্থানীয় আনসার, পুলিশ বাহিনীর সদস্য ও সেচ্ছাসেবকদের সহায়তা নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থানের আহবান জানিয়ে ঈদ সামগ্রীর প্যাকেট (চাল, ডাল, চিনি ও সেমাই) পৌর ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছে দেন।
এ সময় অন্যদের মধ্যে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলাল উদ্দিন আলাল এর প্রতিনিধি ধনেশ পত্রনবীশ, ইন্দ্র মোহন দাস, পিন্টু মিয়া, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।