কে. এম. সাখাওয়াত হোসেন : সরকার নির্ধারিত মূল্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে লটারির মাধ্যমে ২৩১৭ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকৃত কৃষক নির্বাচনের জন্য এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামছুদ্দিন আহমেদ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) সঞ্জয় মোহন দত্তসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, কেন্দুয়ায় এ বছর কৃষকদের কাছ থেকে প্রতি মণ ১০৪০ টাকা সরকারি মূল্য ২৩১৭ মেট্রিকটন বোরো ধান ক্রয় করবে সরকার। আর এ লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৩১৭ জন কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষক এক মেট্রিনটন করে ধান দিতে পারবেন বলেও তিনি জানান।