কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বড়বিল হাওরের জুগিরনওগা মৌজার দুওজ ইউনিয়নের দরিদ্র কৃষক মো .হাফিজুর রহমান যখন অর্থ ও শ্রমিক সংকটে দিশেহারা। তখন তার পাশে সহায়তায় হাত বাড়িয়ে দেয় উপজেলা আনসার ভিডিপি’র সদস্যরা।
জেলা কমান্ড্যান্ট পরিচালক মো. জিয়াউল হাসানের নির্দেশে বুধবার (১৩ মে) উক্ত মোজার ৬০ শতাংশ জমির ধান উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. শাহাদাত হোসেন এর নেতৃত্বে ৬৪ জন আনসার ভিডিপি সদস্য সদস্যা কেটে বাড়ি পৌছে দেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি এর নির্দেশনায় ময়মনসিংহ রেঞ্জ পরিচালক জনাব হীরা মিয়ার উদ্যোগে আনসার ভিডিপি সদস্যদের এ কাজে উদ্বুদ্ধ করেন নেত্রকোণা জেলার মানবিক এ জেলা কমান্ড্যান্ট।
এ প্রসঙ্গে পরিচালক মো. জিয়াউল হাসান জানান, বর্তমান করোনাভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশে নানা কর্মসুচি পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের কৃষি অর্থনীতিকে উজ্জীবিত করতে এগিয়ে এসেছে বাহিনীটি। বর্তমান বোরো মৌসুমে ক্ষেতের পাকা ধান কাটা নিয়ে উদ্বিগ্ন গরীব কৃষক যারা ধান কাটার শ্রমিক পাচ্ছে না আবার টাকার অভাবে ধান কাটতে পারছে না তাদের পাশে দাড়িয়েছে আনসার ভিডিপি। জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের নিঃস্বার্থ উদ্যোগ অব্যহত থাকবে।