লাখ লাখ বছর আগে মানুষ যখন কথা বলতে শিখল, সেই সঙ্গে কণ্ঠস্বরের দোলার কাজ শুরু হলো এবং অনুভূতির প্রকাশ পেতে থাকল, ঠিক তখন থেকেই আবৃত্তির যাত্রা শুরু। ভাষা স্বরের দোলা এবং অনুভূতির প্রকাশ আবৃত্তির এ মৌলিক উপাদানগুলো বানর থেকে মানুষ হওয়ার প্রক্রিয়ার ভেতর দিয়ে সৃষ্টি হয়।
এরপর জাদুবিদ্যায় আবৃত্তির ব্যবহার গোটা সমাজজুড়ে ছড়িয়ে পড়ে। ধর্মীয় স্বর্ণযুগগুলোয় আবৃত্তির ব্যাপক প্রসার ঘটে। সে এক বিস্তারিত ব্যাপার। আধুনিক যুগে রোমে এর পুনরাবৃত্তি লক্ষ্য করা গেছে। পৃথিবীজুড়ে আধুনিক আবৃত্তির চল সে সূত্র ধরেই আজ চলছে। বস্তুত আধুনিক আবৃত্তি রোমের আবৃত্তিরই জের।
লোক আবৃত্তির নানা বিভাগও সমাজ বদলে ভূমিকা নেয়। এ জন্য শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি লোক শিক্ষার জন্য আবৃত্তির ব্যবস্থা করেছিলেন। তবে একালের প্রশ্ন ভিন্ন। জগতের কোথাও আজ আধুনিক আবৃত্তি সমাজের ওপর কোনো প্রভাবই ফেলতে পারছে না। এই ঝোঁক বদলাতে হবে। সমাজ বদলের জন্য আবৃত্তিকে ঢেলে সাজাতে হবে। তবেই কেবল আবৃত্তি সমাজ বদলের উপযোগী হয়ে উঠবে।
বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান আবৃত্তি দিয়ে সামাজিক দায়িত্ব নেওয়ার ভূমিকা নিচ্ছে বটে কিন্তু আবৃত্তির অতি সীমাবদ্ধতার কারণে তা সফল হচ্ছে না। প্রকৃত আবৃত্তির অভ্যুদয় হলেই কেবল সামাজিক দায়িত্ব পূর্ণভাবে নেওয়া সম্ভব হবে।
উল্লেখযোগ্য যে, বাজারে আবৃত্তির যেসব বইপত্র পাওয়া যায় কিংবা ওয়ার্কশপগুলো আবৃত্তির যে শিক্ষা দেয়, তা প্রকৃত আবৃত্তি থেকে ঢের দূরে_ কলাকৈবল্যবাদের মামুলি অভিব্যক্তি মাত্র। তা দিয়ে সামাজিক দায়িত্ব পালন করা যায় না।
কবিতার ফর্মের সঙ্গে আবৃত্তিকারের কোনো মিল নেই। অথচ আধুনিক আবৃত্তিকার কবিতার ফর্মকেই উপজীব্য করেন। তিনি কবিতার বিষয়ে যেতে পারেন না, যা কি-না প্রকৃত শিল্পের ভিত্তি। বস্তুবাদী বা নতুনধারার আবৃত্তি কবিতার বিষয়কে ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং তার ওপর নির্ভর করে গড়ে ওঠে আবৃত্তির ফর্ম বা শৈলী। বস্তুত প্রকৃত আবৃত্তি কবিতার বিষয়কে গ্রহণ করে এবং কবিতার ফর্মকে ফেলে দেয়। সুতরাং বলব আবৃত্তি একটি অংশের সঙ্গে একাত্ম, অন্য অংশ আবৃত্তির সঙ্গে একাত্ম, অন্য অংশ আবৃত্তির সঙ্গে সাংঘর্ষিক।
বস্তুবাদী আবৃত্তিকে যদি শহরে-গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়া যায়, তবে অবক্ষয় রোধ সম্ভব। ‘মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না?’ এই বলে জগাই-মাধাইয়ের মতো দুর্জনকে পথে এনেছিলেন শ্রী চৈতন্য দেব। আর প্রকৃত আবৃত্তির মতো মহা আর্ট সমাজের অবক্ষয় রোধ করতে পারবে না? তা কি বিশ্বাসযোগ্য কথা?