পূর্বময় ডেস্কঃ বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ সচিব, পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয়কন্ঠ নকল করে বিভিন্নভাবে চলমান করোনা পরিস্থিতিতে ত্রান সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অফিস, ব্যবসায়ী নেতাকর্মীদের প্রতারিত করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল ভালুকার উড়াহাটির স্বপন মন্ডল (৩৫)। তার পিতার নাম মৃত-সালাউদ্দিন মন্ডল, মাতা-শাহিদা পারভীন।
ময়মনসিংহ কোতোয়ালি থানা এবং ভালুকা থানায় পৃথক দুটির মামলার তদন্তকালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ স্বপন মন্ডলকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশ মামলা তদন্তকালে তাকে গ্রেফতার করে তার নিকট থেকে ব্যবহৃত দুইটি মোবাইল সহ চারটি সিম উদ্ধার করে এবং তার মোবাইল বিকাশে ৬০,০০০/- টাকা পাওয়া যায়। যাহা ভালুকা পৌরসভা কাউন্সিলর বিল্লাল ফকিরের নিকট থেকে প্রতারণা করে নিয়েছিল। তার মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, উক্ত মোবাইলে কয়েক দিনে ১৪ টি সিম ব্যবহৃত হয়। যাহা ০১৭২৯-৯৪৫৯৭৩ (বিকাশ), ০১৭৬৬-৪২৮৩২৪, ০১৩১৪-৭৯৩০৬৪, ০১৭১১-০৭৪৮৭৪, ০১৩১৬-০৯৮৬৭২, ০১৯৯৫-৩৯৯০২৮, ০১৯০৭-৭৪১৭১৪, ০১৯১৫-৯৮৫১১৩, ০১৪০২-৬৫৪৪০৮, ০১৩১৭-৯৪৪৭৬৩, ০১৭৬৫-৩৩৭৫৭৫, ০১৭৩৫-৮৮৬৭৩৩, ০১৩১৩-৮৬৫৯৩৪,০১৯০৬-৯২৪৪৬৩ এই নাম্বার গুলো ব্যবহার করে সে বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।