বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদ আর নেই।
গতকাল ১১ মে সন্ধ্যা ৭ টায় তিনি ময়মনসিংহের ঈশান চক্রবর্তী রোডের তার ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক কন্যা ( চারু অরণী) ও স্ত্রী রেখে গেছেন।
আজ সকাল ১০ টায় গুলকিবাড়ী গোরস্থানে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর এ মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।