পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় শনিবার (১০ মে) লালমিয়া বাজার নামক স্থানে মোঃ মোকসেদ মিয়া (২৫) নামের সংঘবদ্ধ চোর চক্রের অন্যতম এক সদস্যকে আটক করে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত মোকশেদ মিয়া উপজেলার হোগলা ইউনিয়নের নিজ হোগলা গ্রামের মৃতঃ মানিক মিয়ার ছেলে। তার সাথে থাকা ময়মনসিংহ-ল-১১৩০২০ মোটরসাইকেল জব্দ করা হয়।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, ধৃত মোকসেদ মিয়াকে পূর্বধলা স্টেশন রোডে মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।