কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া গ্রামে পপি আক্তার (২২) নামক এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, নেত্রকোনা পৌর এলাকার বাহির চাপড়া নামক স্থানে ভোর রাতে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে এলাকাবাসীর কাছ থেকে এ ধরণের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বসত ঘরের বিছানা থেকে মৃতদেহ উদ্ধার করে। সূরত হাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্যে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধুর মৃত্যুর কারন এখনো জানা যায়নি।
এ ব্যাপারে পুলিশ মৃত পপি আক্তারের স্বামী উজ্জল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে বলে জানান ওসি।