স্টাফ রিপোর্টার ঃ দেশের এই দূর্যোগে সীমিত পরিসরে সব খুলে দেয়া হচ্ছে। আগামীকাল ১০ মে থেকে বিভিন্ন শপিংমল খোলা থাকার কথা থাকলেও ময়মনসিংহে আগামীকাল থেকে খুলছে না শপিংমল ও দোকানপাট।
আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে চেম্বার অফ কমার্স এর উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স এর সভাপতি আমিনুল হক শামীমসহ দোকান মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে ময়মনসিংহকে মুক্ত রাখার লক্ষ্যে সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ময়মনসিংহের সকল ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগেই বন্ধ রাখবে সকল শপিংমল ও দোকানপাট।