স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের চরপাড়ার পুরোহিতপাড়া থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ ইয়াসিন আরাফাত শাওনসহ ৭ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব ১৪। এ বিষয়ে আজ ৯ মে প্রেস ব্রিফিং করেছেন র্যাবের অধিনায়ক এফতেখার উদ্দিন।
এ সময় তিনি জানান, র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের চরপাড়া পুরোহিতপাড়া এলাকায় আজ ৯ মে ভোর ৪.৩০ টায় অভিযান চালায়। অভিযান চালিয়ে চামড়া গুদাম ইদ্রিস হোসেনের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩৬), মাসুদ পারভেজ(৩০), একই এলাকার মৃত ছাবু মিয়ার ছেলে মোঃ রায়হান আহম্মেদ রাজিব (২৮), মৃত আঃ জব্বারের ছেলে মোঃ মানিক মিয়া(২৭), বাগানবাড়ীর আঃ গণির ছেলে হৃদয় আহম্মেদ রাজীব (১৮), মোঃ আলতাফ হোসেনের ছেলে মোঃ রাজীব(৩০),৫৯ নং পুরোহিতপাড়ার মৃত মোখলেছ আহম্মদের ছেলে বাপ্পি খান (৩৬) এদের থেকে ২ টি পিস্তল, ১ টি রিভলবার, তিনটি ম্যাগাজিন, ২ টি একনলা বন্দুক, অস্ত্র তৈরী এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি, স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট,৭ টি রামদা, ৪ টি ছোড়া ও ১ টি চাপাতি,৩০০ পিস ইয়াবাসহ এদের আটক করে র্যাব।
এসময় তিনি আরো জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক চোরাচালান, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে এসব অস্ত্র ব্যবহার করে থাকে।
উল্লেখ্য যে, আসামী মোঃ ইয়াসিন আরাফাত শাওন ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, চাঁদাবাজী, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব অধিনায়ক।