স্টাফ রিপোর্টারঃ মুক্তাগাছার হরিণতলার বানারপাড় ব্রীজের পাশে রাস্তার উপর হতে ১টি ট্রাক, ১৯৩ বোতল ফেনসিডিলসহ ৩ জন আসামীকে আটক করেছে আকুয়া বাইপাস র্যাব ১৪।
গতকাল ৭ মে দুপুরবেলা গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মালেকাবাদ এর ফটিক চাঁনের ছেলে মোঃ শফি আলম (৪০), দিনাজপুর জেলার সদর থানার নিমতারার মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ হায়দার আলী (৩৬) এবং দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ভবানীপুর তালপাড়ার শফিল উদ্দিনের এর ছেলে মোঃ হাবিবুর রহমান (২৮) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১৪(গ) ধারার মামলা দায়ের করা হয়েছে।
র্যাব ১৪ অধিনায়কের পক্ষে এডজুটেন্ট এএসপি জোনাঈদ আফ্রাদ স্বাক্ষরিত ১৪৫২৬/লিঃ ও মিঃ / প্রেসবিজ্ঞপ্তি, তাং ০৮/০৫/২০২০ নং স্মারকে তা প্রকাশ করা হয়।