কে. এম. সাখাওয়াত হোসেন : করোনা পরিস্থিতিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় “লিও ক্লাব অব বিইউএফটি ও লিও ক্লাব অব রাইজিই কিংস” এর উদ্যোগে এবং ট্রেজারার রিয়ান আল মামুনের সহযোগিতায় বেদেপল্লীর অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৮ মে ) বেলা সাড়ে ১০টায় উপজেলা সদরের পশ্চিম বাজার সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজীর বাসভবনের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী দেয়া হয়। এতে বেদেপল্লীর প্রায় ৫০ জন কর্মহীন পরিবারের প্রত্যেকের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার তেল, হাফ কেজি মুড়ি ও ১টি সাবান বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. জাফর উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামসুদ্দিন খান টিপু ও সাংবাদিক শেখ শামীম প্রমূখ।