পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে বিপাকে পড়া গরীব অসহায় দুস্থ্য পরিবারের খাদ্যকষ্টে থাকা শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশু খাদ্য বিতরন করা হয়েছে। আজ ৭ মে (বৃহস্পতিবার) উপজেলায় ১১টি ভ্যানুতে প্রাথমিক বিদ্যালয়ের ৬৭০ জন শিক্ষার্থীদের মাঝে এ শিশুখাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ধলামূলগাঁও ইউনিয়নের সালথী উচ্চ বিদ্যালয় মাঠে ২০টি স্কুলের ২০০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিশু খাদ্য বিতরন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, ধলামূলগাঁও আওয়ামীলীগ ইউনিয়ন কমিটির সভাপতি রতন, ধলামূলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিপন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সাধারন ছুটি ও লকডাউন চালু থাকায় কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে। কিন্তু তাদের শিশুদের জন্য খাদ্য কিনতে না পারায় তারা বিপাকে পড়েছেন। এমন অবস্থায় এসব শিশুদের খাদ্যের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে শিশু খাদ্য বরাদ্দ দিয়েছেন সেসব শিশু খাদ্য তাদের মাঝে বিতরন করা হচ্ছে।