কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে কৃষকের জমির পাকা ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবকরা। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার ত্রিনালী বাজার এলকায় কৃষক শাহ্ মাহমুদের প্রায় ৮ কাঠা জমির পাকা ধান কেটে দেয়। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা কৃষকের জমির ধান সংগ্রহে এগিয়ে আসায় খুশি জমির মালিক।
উপজেলা করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সেবাদানকারী সংগঠনের প্রধান সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়ার নেতৃত্বে প্রায় ৫৫ জন স্বেচ্ছাসেবক এই ধান কাটায় অংশ নেয়।
স্বেচ্ছাসেবকরা জানান, নেত্রকোনার নয়টি উপজেলায় করোনা ভাইরাস প্রভাব বিস্তার করলেও দুর্গাপুরে মানুষের সচেতনা আর প্রশাসনের সার্বিক প্রচারণার কারণে এই উপজেলায় এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি। তাই আমরা এই অবস্থায় বসে না থেকে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের জমির ধান সহায়তা করে দিচ্ছি।