সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জে আশিক (২৫) নামে এক শিশু অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই কন্যা শিশুটিকে তার কবল থেকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নে পাশের পাকা রাস্তা থেকে স্থানীয় গোলাম মোস্তাফা মেম্বারের সহায়তায় তাকে আটক করা হয়। ওই শিশুর বাবার অভিযোগে করা মামলায় বুধবার আশিককে আদালতে সোপর্দ করা হয়েছে। আশিক উপজেলার সোনারামপুর গ্রামের মৃত. দুলালের ছেলে। সে পেশায় একজন অটোরিক্সা চালক।
পুলিশ জানায়, খালিয়াজুরীর ইছাপুর এলাকার রাস্তা হতে মঙ্গলবার দুপুরে ওই শিশুটিকে জোর করে মুখ চেপে ধরে অটোরিক্সায় তুলে মোহনগঞ্জের দিকে আসছিল। পথে মাঘান ইউনিয়নে পাশের পাকা রাস্তা পৌছলে স্থানীয়রা টের পেয়ে মেম্বার গোলাম মোস্তাফার সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আর অপহরণের শিকার ওই মেয়েকে থানায় নারী পুলিশের হেফাজতে রেখে তার মা-বাবাকে খবর দিলে তারা এসে মেয়েকে বুঝে নেন।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুলিশ-জনতার সচেতনতায় আজ নিশ্চিত একটি শিশু অপহরণ ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। এ ঘটনায় ওই মেয়ের বাবার দেয়া অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আশিককে আদালতে পাঠানো হয়েছে।