কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বসত ঘরে সিঁধ কেটে ৭৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। এ ঘটনায় বুধবার (৬ মে) দুপুরে ওই শিক্ষক হারুন অর রশিদ বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা (আটকান্দিয়া) গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ গত মঙ্গলবার (৫ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাতের খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে যান। পরে রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে জেগে বৈদ্যুতিক লাইট জ্বালালে ঘরের মির্সেফে রক্ষিত কাপড়-ছোপড় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি।
তখন তিনি দ্রুত মির্সেফের খোঁজাখুঁজি করে দেখতে পান মির্সেফের কাপড়-ছোপড়ের ভাঁজে রক্ষিত তাঁর ৭৩ হাজার টাকা নেই। পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সবাই দেখতে পান শিক্ষক হারুন অর রশিদের বসত ঘরে সিঁধ কাটা রয়েছে। সিঁধকাটা দেখে তারা বুঝতে পারেন যে অজ্ঞাত চোরেরা সিঁধ কেটেই টাকা চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জানের জানান, অভিযোগ পাওয়ার পরপরই শিক্ষকের ঘরে সিঁধ কেটে টাকা চুরির সঙ্গে জড়িত অজ্ঞাত চোরদের খোঁজে বের করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।