পূর্বধলায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও নারী সহ আহত অন্তত ২১ জন

Date:

Share post:

 

কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :

শশা ক্ষেতে গরু দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত সহ অন্তত ২১ জন আহত হয়েছে। সোমবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাড়হা পশ্চিমপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের অধিকাংশকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দুপুর ১টার দিকে আবুল বাশার (৩৩) ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পরপরই মারা যায়। নিহতের খবর পেয়ে বাশারের বাড়ির লোকজন গরুর মালিক ও তার ভাই এয়াকুব আলীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন সহ অনেকগুলো গরু নিয়ে এসেছে বলে জানা গেছে। ঘটনার পর সদর সার্কেলের এএসপি মোর্শেদা খাতুন ও ওসি ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

দু’পক্ষের গুরুতর আহত হলো- লিটন মিয়া (৩০), আজিজুল ইসলাম (৪০), হক মিয়া (৩৫), আ. মান্নান (৩৫), রাশিদা বেগম (৪৫)। এছাড়াও উপজেলা হাসপাতালে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নারী সহ অন্তত ১৫ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিহত বাশারের চাচা মঞ্জুরুল হকের জমিতে নওয়াব আলীর গরু শশা ক্ষেত নষ্ট করতে থাকে। মঞ্জুরুল হক তা দেখে গরু নওয়াব আলীর বাড়িতে বেঁধে রেখে চলে আসে। এর কিছু পরে নওয়াব আলীর ছেলেরা গরু কেন বাড়িতে বেঁধে রাখা হয়েছে জানতে চাইলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের অন্তত ২২ আহত হয়েছে বলে জানা যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার পর আবুল বাশার মারা যান।

এদিকে নিহতের খবর পেয়ে তার বাড়ির লোকজন গরু মালিকের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে নওয়াব আলী ও তার ভাই এয়াকুব আলীর বাড়ি-ঘর ভাঙচুর সহ ব্যাপক ক্ষতি সাধন করে এবং ওই বাড়ি থেকে ২২টি গরু নিয়ে আসে নিহত বাশারের বাড়ির লোকজন স্থানীয় সূত্রে জানা গেছে।

এব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ করতে লোকজন থানায় এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

মদনে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে (ইউপি) ২৭০ জন দুস্থমাতা (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে প্রতি...

দেশের সংবিধানকে টেনে ছুড়ে আ.লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল-কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা...

পূর্বধলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

পূর্বধলা প্রতিনিধিঃগত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মন্নাফের ছেলে মোঃ রফিকুল ইসলাম'র...

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২...