কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনা ৩১ বিজিবির সদস্যরা পূর্বধলা ধোবাউরা সীমান্তে ত্রাণ বিরণ করেন। সোমবার দিনব্যাপী দুটি সীমান্তের ৪০০ জন কর্মহীন সীমান্তবর্তী দুস্তদের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিজিবির সদস্যরা।
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০০টি পরিবার এবং নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার তিনালী মোড়ে ২০০টি পরিবারসহ মোট ৪০০টি পরিবারে এ ত্রাণ দেয়ার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ, এইসি এবং স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পর্যায়ক্রমে জেলার কলমাকান্দা উপজেলা এবং সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় আরও ৬০০টি কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।