বাবলী আকন্দঃ গতকাল সিরতা ইউনিয়নের একজন ডিলার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল আত্নসাতের কারণে মেসার্স মবিন এন্টারপ্রাইজের ডিলারশীপ বাতিল ও বিশেষ ক্ষমতা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মেয়ার্স মবিন এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ নুরুল ইসলাম, চরভবানীপুর, সিরতা ইউনিয়ন, ময়মনসিংহ সদর এর বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হামনূর রহমান সরকার সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে।
খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা ২০১৭ এর ৮.১ ও ৮.২ অনুচ্ছেদ লংঘন করায় ডিলারের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারা মোতাবেক আজ ৩ মে তারিখে ৬ নং মামলা রুজু হওয়ায় খাদ্যবান্ধব সিরতা ইউনিয়নের ডিলারশীপ বাতিল করা হয়।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার ও ময়মনসিংহ সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত ০৫.৪৫.৬১৫২. ০১২.০৩.০০১.২০.
৫৫৭, তাং ০৩/০৫/২০২০ খ্রিঃ স্মারকে এ আদেশ দেয়া হয়।
উল্লেখ্য সিরতা ইউনিয়নের চরখরিচা বাজার থেকে গতকাল ২ মে শনিবার রাতে খাদ্য বান্ধব কর্মসূচীর ১১ বস্তা চাল এলাকাবাসীর মাধ্যমে উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় আজ রবিবার ৩ মে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচীর এই চাল পাচারকালে স্থানীয় জনতা আটক করে। পরে কোতোয়ালি থানাকে জানালে পুলিশ গিয়ে সেই চাল আটক করে নিয়ে আসে। এ সময় পুলিশ ভ্যানচালক জসিমউদদীনকেও আটক করে।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হামনূর রহমান সরকার বাদী হয়ে একটি মামলা করে। যার নং ৬। ১০ টাকা কেজি দরের এই চাল বিক্রির পর ভ্যানগাড়ীতে পাচার কালে চরখরিচা বাজারের লোকজন আটক করে। এই মামলায় নূরুল ইসলাম মাষ্টার,স্বপন মিয়া,খোরশেদুল আলম খোকন কে আসামী করা হয়েছে। মামলার তদন্তকারী হলেন দারোগা আশিকুল ইসলাম। তবে ঘটনায় জড়িত অন্যরা আটক হয়নি। অন্য একটি সুত্র জানায়,ঘটনার সাথে স্থানীয় রাঘব বোয়াল জড়িত থাকায় মামলার ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দিহান।