কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে তিনশত দুঃস্থ আনসার ভিডিপি সদস্যকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
রবিবার (৩ এপ্রিল) দুপুরে সুসং দুর্গাপুর সরকারি কলেজ মাঠে শারিরীক দূরত্ব বজায় রেখে দুঃস্থ সদস্যদের মাঝে এসব ত্রাণ তুলে দেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (অতি.দায়িত্ব) মো. জিয়াউল হাসান ।
ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক সদস্যকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, একটি হাত ধোয়ার সাবান ও একটি সুরক্ষা মাস্ক।
মো. জিয়াউল হাসান জানান, পুরো জেলার ১০টি উপজেলায় প্রতিটিতে তিনশত জন করে মোট তিন হাজার দুঃস্থ আনসার সদস্যকে ত্রাণ দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুর উপজেলায় আজ তিনশত জনকে ত্রাণ দেয়া হয়েছে এবং একই দিন পুর্বধলা উপজেলায় আরো তিনশত জনের মাঝে এ সহায়তা দেয়া হয়। এর আগে গত কয়েকদিনে সদর, বারহাট্টা ও মোহনগঞ্জ এই তিন উপজেলায় ৯০০ জনের মাঝে বিতরন করা হয়েছে।
করোনা ভাইরাসজনিত লকডাউনের কারনে এসব স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য মহাপরিচালক- এর কাছ থেকে এ সকল ত্রাণ সামগ্রী সহায়তা পেয়ে অত্যান্ত খুশি এবং তারা সবাই সন্তোষ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, উপজেলা নিবার্হী অফিসার ফারজানা খানম, দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদ শারমিন নেলী প্রমুখ।