সম্রাট পারভেজ, জাককানইবি:শুক্রবার (১ মে) ভোরে ময়মনসিংহ নগরের তিনকোনা পুকুরপাড় এলাকার একটি মেসে ঢুকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র তৌহিদুল ইসলাম খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আর এ হত্যার বিচারে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়।
আজ ৩ রা মে(শনিবার) তৌহিদুল হত্যার বিচারে নেত্রকোনা প্রেস ক্লাব,ত্রিশাল প্রেসক্লাব ও ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বর্জায় রেখে মানববন্ধন করে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা।
তাদের দাবী একটাই তৌহিদুল হত্যার সাথে জরিতদের অনঅতীবিলম্বে গ্রেফতার ও তাদের আইনের আওতায় আনা।
করোনাভাইরাসের কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা সঠিক ভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছে না।কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের ক্ষোভ ও আন্দোলনের ঝড় যাচ্ছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানান পেশার মানুষেদের দাবী একটাই “তৌহিদুল হত্যার বিচার চাই”।