কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আর্ট স্বপন (৫৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর আত্রাখালী ঘাটে রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিখোঁজ শ্রী স্বপন চন্দ্র সরকার উপজেলার পৌর সদরের উত্তারপাড়া এলাকায় মৃত কুমুদ চন্দ্র সরকারের ছেলে এবং এলাকায় ‘স্বপন আর্ট’ নামে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম দুই ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজের সন্ধান করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্বপন পেশার একজন আর্টিস্ট এবং এলাকায় আর্ট স্বপন নামে পরিচিত। প্রতিদিনের ন্যায় সকালে নদীতে গোসল করতে যায়। সেখানে বাংলা ড্রেজার দিয়ে বালূ উত্তোলনের ফলে গর্ত থাকায় চোরা বালির নিচে দেবে পানিতে তলিয়ে যায় স্বপন। আপপাশের লোকজন তা দেখে তাকে খোঁজাখুজি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘন্টা চেষ্টা করে তার সন্ধান পায়নি। পরে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুপুর ১২টার দিকে এসে স্বপনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরী দল।
দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহমুদা শারমিন নেলী বিকেলে নিখোঁজের সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।