কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তিনশত অসহায় দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৩ মে) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, পেয়াজ ১ কেজি, সাবান ১টি ও ১ টি করে মাস্ক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম ওয়াজেদ আলী তালুকদার প্রমুখ।