পূর্বময় ডেস্কঃ গতকাল ২ এপ্রিল শনিবার রাত আনুমানিক ৯টায় চর খরিচা বাজারস্ত মবিন এন্টারপ্রাইজ এর ১৪ বস্তা চাউল, ১টি মটর সাইকেল ও একটি অটো ভ্যান, বাজার ব্যবসায়ীসহ জনগনের হাতে নাতে ধরা পরে যাওয়ার পর মবিন এন্টারপ্রাইজ এর ডিলার নুরুল ইসলাম মাস্টারের ছেলে মাজহারুল ইসলাম স্বপন এর সহযোগী সিরতা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোঃ খোকন মিয়া, মোঃ তালেব খান,, স্বপন মিয়া বর্তমান চর ভবানী পুর কয়েকজন পালিয়ে যায়।
ময়মনসিংহের সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা বাজারে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য বান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাউল ১টি মটর সাইকেল ও একটি অটো ভ্যান আটকরে পুলিশ।
সরেজমিনে উপস্থিত এলাকাবাসী বাজার ব্যবসায়ীর মাধ্যমে সরাসরি ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা বাজারে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য বান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাউল ১টি মটর সাইকেল ও একটি অটো ভ্যান, মবিন এন্টারপ্রাইজ ডিলার নুরুল ইসলাম মাস্টারের ছেলে মাজহারুল ইসলাম স্বপন এর সহযোগী সিরতা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোঃ খোকন মিয়া, সহ জড়িত বলে জানা যায়….!
এসময়ে ময়মনসিংহের কোতুয়ালী মডেল থানার এসআই আশিকসহ তার সংঙ্গীয় পুলিশের ফোর্স গঠনার সময় উপস্থিত হয়ে চাউলের বস্তা জব্দ করে।