পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন ডাক্তার ও চারজন স্বাস্থ্যকর্মীসহ মোট ৫জন কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মোজাফর হোসেন (২৭), ইমার্জেন্সি এটেন্ডেন্ট জুলেখা আক্তার (৩৯), ডেমিয়েন স্টাফ ফখরুল ইসলাম (২৮) ও হাসপাতালের আউটসোর্সিং ড্রাইবার দুলাল শেখ (৪২), উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার গৃহকর্মী রমিসা বেগম (৩১) । সনাক্তকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।
এ নিয়ে আজ পর্যন্ত পূর্বধলা উপজেলায় তিন চিকিৎসকসহ মোট ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে। আগের করোনা সনাক্ত দুই চিকিৎসক ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় পুরোপুরি সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ ধরা পড়েছে বলে নিশ্চিত করেন।