সীমান্তিনী
____তাহসিনা ইসলাম ছোঁয়া
নারী !
তুমি কি সত্যিই অবলা?
নাকি ফেলে দেওয়া এক টুকরো কাগজ
নারী !
তুমি কি সত্যিই অবলা ?
নাকি যৌতুক প্রথার ঘৃণ্য বলি হওয়া সেই অভাগীনি !
নারী !
ওরা যদি জান তো
তুমিই অদ্রি নগের দুষ্কৃতি দমনকারী,
তুমিই উদ্ভাসিত তমসতাড়িনী,
তুমিই সকল দীপ্তির উর্দ্ধ প্রতিফলন ,
তাহলে নারী
তুমিই হতে তাদের সেই ঝলমলে কুন্তল।
নারী..!
তুমি তো অবনীর বুকে এক গোলাপ ফুল,
তুমিই তো রূপের শ্রেষ্ঠ বাহার,
যার নেইতো কোনো ভূল।
তোমার সেই অপার মহিমা,
সৌরভ ছড়িয়ে করে আকুল।
নারী..!
তুমিই তো বাংলার পদ্মা,মেঘনা,যমুনা..
তোমাতেই পরিলক্ষিত হয়
স্বর্গ সুখের সূচনা
নারী হীনা জগত সংসার অসহায়,
টিকে আছে শুধু তোমারই প্রেরনায়
নারী..!
ওরা তো জানেই না-
তুমি যে হুতাশন !
প্রবলবেগে ব’য়ে চলা সেই স্রোতস্বিনী,
অন্যায়কে দমন করতে তুমিই হও অস্ত্রধারিণী।
নারী..!
তুমি তো সেই তুরঙ্গ সীমান্তিনী।