কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টিসিবি ডিলারের সেলসম্যানের বাড়ি থেকে টিসিবি’র পণ্য পাওয়া গেছে এবং তা জব্দ করা হয়েছে। এসময় ডিলারের গুদামটি সিলগালা সহ সেলসম্যান নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১ মে) রাতে গোপন খবরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে সেলসম্যানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলার সহকারি ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) খবিরুল আহসান।
অভিযান পরিচালনা কালে মূল ডিলার বাচ্চু তালুকদারের সেলসম্যান নজরুলকে হাতেনাতে ধরায় ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ডিলারের উপজেলার রামপুর বাজারে গোডাউনটিও সিলগালা করে দেয়া হয়। কালো বাজারে বিক্রির উদ্দেশ্যেই টিসিবি’র পণ্যগুলো নিজ বাড়িতে রাখা হয়েছিল বলে জানায় স্থানীয় প্রশাসন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন খবরে টিসিবির ডিলারের স্যালসম্যান নজরুল ইসলামের উপজেলার সিংহেরগাঁও নিজ বাড়ির বসত ঘরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় নিজ ঘরে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৫৩ লিটার তেল, ১০০ কেজি চিনি, ৭৬ কেজি ডাল, ১৩৪ কেজি ছোলা বুট উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড খবিরুল আহসান। নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানাসহ মূল ডিলার বাচ্চু তালুকদারের গোডাউন সিলগালা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ্যাসিল্যান্ড খবিরুল আহসান বলেন, গোপন সংবাদের খবর পেয়ে অভিযান পরিচালনা করে সেলসম্যান নজরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে কেন তার বাড়িতে টিসিবির পণ্য রাখা হয়েছে তার সুনির্দিষ্ট কোন প্রমাণ দিতে পারেনি।
পরে তাৎক্ষণিক এই অর্থদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে ডিলারের গোডাউন তালাবদ্ধ করে সিলগালা করা হয়েছে। ডিলারের সম্পৃক্তা বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন কেন্দুয়া থানার এসআই ছামেদুল হকসহ একদল পুলিশ।