আনোয়ার হোসেন রনি, মোহনগঞ্জ (নেত্রকোনা): করোনা পরবর্তী সময়ে খাদ্যের জোগান দিতে জনকল্যাণের কৃষি প্রকল্পে কচু রোপণ করবে কৃষক। এদিকে করোনার কারণে এলাকায় শ্রমিক সঙ্কট। কৃষকের কপালে চিন্তার ভাঁজ। গণমাধ্যমে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শিশু ছায়ার বিভিন্ন সেবামূলক কাজের সংবাদ পড়ে যোগাযোগ করেন ওই কৃষক। জনকল্যাণে স্বেচ্ছাশ্রম শুনেই একবাক্যে হ্যাঁ বলে দেয় শিশু ছায়ার কর্মীরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন কৃষক।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নিজ খরচে অটোরিক্সা করে গিয়ে মোহনগঞ্জের দেওথান গ্রামে কৃষকের পাঁচ কাটা জমিতে কচু রোপণ করে দেয় শিশু ছায়ার মোহনগঞ্জ টিমের সদস্যরা।
কোথাও অনাবাদী জমি যেন না থাকে। মানুষকে কৃষিতে আগ্রহী করে তোলা, কৃষিতেই মানুষের মুক্তি। স্থানীয় সাংবাদিক ইবরাহিম খাঁর শতবর্ষ আগের এ ধারনা কানুনে আঞ্জুমন কৃষি প্রকল্পের অধীনে বর্ষার সময়ে এ জমিতে কচু রোপণ করা হয়।
কানুনে আঞ্জুমন প্রকল্পের কৃষক মনোয়ার সোহেল জানান, শিশু ছায়ার কর্মীরা সত্যিই আন্তরিক। তাদের কাজ প্রসংশনীয়। তরুণরা এভাবে জনকল্যাণে এগিয়ে এলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
শিশু ছায়ার সদস্য আলী মাহমুদ, রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম জানায়, মানুষের উপকার হয়, এমন যে কোন কাজ আমরা করে দিতে রাজি আছি। ইতিমধ্যে আমরা কৃষকের ধান কেটে দেয়া, ইফতার সামগ্রী বিতরণ, ত্রাণ বিতরণ, জীবাণুনাশক ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করেছি। করোনা সমস্যায় স্থানীয়দের মধ্যে যারা শ্রমিক বা টাকার অভাবে নিজেদের বিভিন্ন কাজ নিয়ে সমস্যায় আছেন, জানালে আমরা গিয়ে সহায়তা করবো।