স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আতুয়াজঙ্গল গ্রামের চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী কুতুব উদ্দিন হত্যার মূল আসামী গিয়াস উদ্দিন ওরফে (মিরাজ) সহ তার স্ত্রী দিলারা খাতুন কে আটক করেছে র্যাব-১৪।
গতকাল র্যাব-১৪ এর অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্ণেল মোঃ এফতেখার উদ্দিন, বিপিএম’র এর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাবে’র এএসপি তৌফিকুল আলম, এসপি জুনায়েদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাজিপুরের পুবাইল এলাকা হতে তাকে আটক কর হয়। গিয়াস উদ্দিন ওরফে (মিরাজ) মাছ ব্যবসায়ী কুতুব উদ্দিন হত্যা মামলায় জড়িত থাকার কথা শিকার করেন।
গতকাল ২৯ এপ্রিল (বুধবার) দুপুরে আটককৃত আসামী গিয়াস উদ্দিন মিরাজের দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত ‘দা’ আসামী মিরাজের দেখিয়ে দেয়া তার বাড়ির পুকুর হইতে উদ্ধার করে। উদ্ধারকালে ময়মনসিংহ র্যাব-১৪ মেজর শিবলী সাদিক, হালুয়াঘাট সার্কেল’র এএসপি খলিলুর রহমান, থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, ইন্সপেক্টর আব্দুল হালিম, স্থানীয় এলাকাবাসীসহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
খুনের বিষয়ে আজ বুধবার বিকেলে প্রেস ব্রিফিং কালে র্যাবের অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্ণেল এফতেখার উদ্দিন জানান, নিহত কুতুব উদ্দিনের কাছে থেকে তিন হাজার টাকা ধার নিয়েছিলো মিরাজ। পরে আরও টাকা চায় মিরাজ। মিরাজের ধারনা ছিলো, কুতুব উদ্দিনের সাথে মোটা অংকের টাকা ছিলো। টাকা চাওয়ার পর কুতুব উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঘর থেকে ডেকে নিয়ে কুতুব উদ্দিনকে দাড়ালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কুতুবুদ্দিনের লাশ আতুয়াজঙ্গলের উলুয়াকান্দা গ্রামের ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
পরদিন স্থানীয়রা ধান কাটতে গেলে কুতুবউদ্দিনের লাশ দেখতে পায় । কথিত খুনি মিরাজের একাধিক স্ত্রী রয়েছে। মিরাজের সাথে তার স্ত্রী দিলারা খাতুনকে আটক করা হয়।