কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বৃহস্পতিবারও অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। দুপুরে উপজেলার চন্ডিগড় হরিপুর গ্রামের স্থানীয় কৃষক সোবাহান মিয়ার প্রায় ৮ কাঠা জমির পাকা ধান কেটে দেয়। তারা সকলেই স্থানীয় এবং আতাউর রহমান খান আখির ফ্যান ক্লাবের সদস্য।
ধান কাটায় নেতৃত্ব দেন এই গ্রামের ছেলে এবং ময়মনসিংহ বাকৃবি শহীদ নাজমুল আহসান হলের সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির আকন্দ। তার নেতৃত্বে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবকের একটি দল এই ধান কাটায় অংশ নেয়। ধান কেটে সেগুলো তারা ওই কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।
এর আগে তারা গত ২৩ এপ্রিল উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামের স্থানীয় কৃষক আবদুল মতিনের প্রায় ১০ কাঠা জমির পাকা ধান কেটে দিয়েছিলো এ স্বেচ্ছাসেবকেরা। পর্যায়ক্রমে দুর্গাপুর কলমাকান্দা উপজেলার বিভিন্নস্থানে অসহায় কৃষক যারা শ্রমিক সঙ্কটে ধান কাটতে পারছেন না তাদের পাকা ধান কেটে দিবেন বলে জানান স্বেচ্ছাসেবকরা।
এদিকে করোনায় শ্রমিক সঙ্কটে জমি থেকে পাকা ধান সংগ্রহ করতে পারছেন সকল কৃষকরা। এই অবস্থায় সেই অসহায় দরিদ্র কৃষকদের ধান কাটায় তরুণরা এগিয়ে আসায় খুশি কৃষকরাও।