কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৃষিতে যান্ত্রিকিকরণের আওতায় কৃষকদের মধ্যে সরকারি ভর্তূকিতে কম্বাইন্ড হারভেষ্টার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে কম্বাইন্ড হারভেষ্টার যন্ত্রটি কৃষক আব্দুল খালেক তালুকদারের নিকট হস্তান্তর করেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
২৯ লক্ষ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেষ্টার এ যন্ত্রটি ৭০% সরকারি ভর্তুকির ফলে ৯ লক্ষ ৪০ হাজার টাকা পরিশোধে কৃষক আব্দুল খালেক তালুকদার। বর্তমান শ্রমিক সংকটে উক্ত যন্ত্রটি এলাকার সকল কৃষকের উপকারে আসবে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, ইউএনও মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।