সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় ইউনুস মিয়া (৪০) নামে এক হামলকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরশহরের গরুহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইউনুস উপজেলার মানাকান্দি গ্রামের সাহেব আলীর ছেলে।
জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মানাকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য আক্কাছ মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ হয় পাশের বাড়ির ইউনুস মিয়ার সাধে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউনুস দেশিয় অস্ত্রশস্ত্রসহ তার দলবল নিয়ে আক্কাছ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। অতর্কিত হামলায় আক্কাছ মিয়া, সুলতান মিয়া, শহীদ মিয়া ও রাফেল মিয়া এ চারজন আহত হয়। এদের মধ্যে টেটা বিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সুলতান মিয়া। ঘাড়ে টেটাটি গেঁথে যায় ফলে তাকে ময়ময়নসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়। বাকিদের মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পরদিন মোহনগঞ্জ থানায় মামলা করা হলে বুধবার সকালে হামলাকারী ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার এসআই রিশাদ জানান, পৌরশহরের গরুহাট্টা এলাকায় অভিযান চালিয়ে ইউনুসকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউনুসই টেটা দিয়ে সুলতান মিয়াকে আহত করে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।