আনোয়ার হোসেন রনি, মোহনগঞ্জ (নেত্রকোনা): করোনার কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শিশু ছায়া’র মোহনগঞ্জ টিমের সদস্যরা।
বুধবার সন্ধ্যার পর মোহনগঞ্জ পৌরশহরের বসবাস করা ২১টি ভাসমান পরিবারকে ইফতার সামগ্রী দেয়া হয়। ছোট খাট কাজ করে নিত্য রোজগার দিয়ে সংসার চালানো এসব পরিবার করোনার কারণে মানবেতর জীবনযাপন করছে।
এই শহরেরই মানবদরদী একজন অতিদরিদ্র মানুষদের মাঝে পরিচয় গোপন রেখে ইফতার সামগ্রী পৌছানোর ইচ্ছা প্রকাশ করলে, শিশু ছায়ার সদস্যরা তার এসব ইফতার সামগ্রী শহরের কর্মহীন ভাসমান পরিবারের মাঝে বিতরণ করে। শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া এ সংগঠনের সদস্যরা কারোনাকালে হাওরে কৃষকের ধান কাটা, বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো, সচেতনতামূলক প্রচারণাসহ প্রতিনিয়ত বিভিন্ন সহায়তামূলক কাজ করে যাচ্ছে। দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে ইতিমধ্যে বেশ প্রসংশা কুড়িয়েছে এ সংগঠনের সদস্যরা।
এ দলের অন্যতম সদস্ মো. রফিকুল ইসলাম জানায়, আমাদের যেহেতু টাকা নাই, কারণ আমরা সবাই শিক্ষার্থী। তাই স্বেচ্ছায় আমরা জনকল্যাণে শ্রম দিতে প্রস্তুত আছি। করোনার এই সময়ে সহায়তামূলক যে কোন কাজে আমরা পাশে থাকবো।