করোনার থাবায়
___ তাহসিনা ইসলাম ছোঁয়া
বিশ্ব আজ থমকে গেছে
করোনার থাবায়,
মানবহৃদয় স্তম্ভিত হয়েছে,
মানবতার কান্নায়।
বিশ্ব যে ছেয়ে গেছে
জালিমের অত্যাচারে,
ধর্ষণ থেকে খুন করেছে
বিভৎস্য দাবানলে।
হে আল্লাহ ক্ষমা করো আমাদের!
হে আল্লাহ! রহম করো আমাদের!
ইতালি যে আজ মৃত্ত্যুপুরী
বিশ্ববিবেক কম্পিত-
ভয়ানক এই মহামারীতে
বিশ্ববাসী মর্মাহত।
গোটা বিশ্ব ছেয়ে আছে আজ
আর্তনাদ আর হাহাকারে,
বিশ্ববাসী আতংকিত যে
করোনার হুংকারে।
হে আল্লাহ! ক্ষমা করো আমাদের!
হে আল্লাহ! দয়া করো আমাদের!!!