দীন মোহাম্মদ দীনু:
এক শোক বার্তায় ড. এম.এ সাত্তার মন্ডল বলেন, আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরি চলে গেলেন। বাংলাদেশ হারালো একজন অভিঙ্ম ও নির্ভরযোগ্য প্রকৌশলী। আমাদের শিক্ষাঙ্গন হারালো একজন অত্যন্ত মেধাবী প্রবীন শিক্ষাবিদ। তিনি ছিলেন অত্যন্ত শিষ্টাচারসম্পন্ন বিদ্বজন । তার অমায়িক ব্যবহার ও মধুর আচরণ সবাইকে মুগ্ধ করতো, সহজেই কাছে টানতো। তিনি আমাদের বড় বড় প্রকৌশল অবকাঠামো বিণির্মাণে তার অভিজ্ঞ পরামর্শ দিয়ে জাতির জন্যে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি স্থাপত্যবিদ্যার বাইরেও বৃহত্তর জাতীয় উন্নয়ন নিয়েও চিন্তা করতেন। কৃষিশিক্ষা ও গবেষণা বিষয়েও প্রফেসর চৌধুরির অসীম আগ্রহ লক্ষ্য করেছি। বহু সেমিনার ও আলোচনা সভায় তার সান্নিধ্যে আসার আমার সুযোগ হয়েছে, পেয়েছি অনেক আণুপ্রেরণা ও আশির্বাদ। তিনি ২০১৬ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে একটি সারগর্ভ বক্তব্য রেখেছিলেন। তিনি ছিলেন আমাদের একজন অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্খী। তার মত একজন পাণ্ডিত্যময় সজ্জ্বন ব্যক্তিত্বকে হারিয়ে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের জন্যে সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।