নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় মাসকা ইউনিয়নের করোনা স্বেচ্ছাসেবী কর্মী মো.মনিরুল ইসলাম ভূট্রোর ফেসবুক স্ট্যাটাসের আহ্বানে অসহায় দুস্ত রিক্সাচালকের পাশে দাঁড়ালেন টানা দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন ভূঁঞা।
মোফাজ্জল হোসেন ভূঁঞার জানান, ইউনিয়ন চকসাদক কোনাপাড়া গ্রামের অসহায় রিক্সাচালক রতন মিয়া পায়ে আঘাত দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন রতন মিয়া নামের অসহায় একজন লোক।এ খবর ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁঞা জানতে পারেন রতন মিয়ার নিকট হতে, টাকার অভাবে চিকিৎসা না করায় তাঁর ডান পায়ে পঁচন ধরেছে।
ক্ষত জনিত পায়ের ঘা নিয়ে অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় দিনাতিপাত করছেন হত দরিদ্র রিক্সাচালক রতন মিঞা।নিজের অসুস্থ শরীর ও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস’র কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় রিক্সাচালক রতন মিঞার অর্থ উপার্জনের রাস্তা পাশাপাশি বন্ধ হয়ে গেছে তাঁর পায়ের চিকিৎসা।
এমতাবস্থায় অসহায় রিক্সাচালক রতন মিঞার পাশে দাঁড়িয়েছেন ভাইস চেয়ারম্যান জনাব,মোফাজ্জল হোসেন ভুঁইঞা। তিনি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দরকে নিয়ে কিছু পরিমাণ চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং নগদ কিছু টাকারিক্সাচালক রতন মিঞার হাতে তুলে দেন।
ভাইস চেয়ারম্যানের আগমনের কথা শুনে পাশের মহল্লা ও পাড়া থেকে কিছু অসহায় বৃদ্ধ মহিলা ছুটে আসে। তারপর তাঁদের হাতে কিছু নগদ টাকা তুলে দেন তিনি।
সকলকে জানান আপনারা আমাকে দু’বার ভোটে নির্বাচিত করে উপজেলা পরিষদে বসানোর জন্য আমি আপনাদের কাছে আজীবন কৃতার্থ থাকবো। আপনারা ডাকলে সাধ্য মতো আপনাদের পাশে থাকব,
ইনশাআল্লাহ্।এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে তিনি মানুষকে উৎসাহিত করতে বলেন,
আপনারা ঘরে থাকুন,নিজেকে বাঁচান এবং পরিবার পরিজনকে বাঁচান ও দেশকে বাঁচান। আমি আমার সাধ্য মতো আপনাদের পাশে থাকবো।