কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ৬ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে ইলেক্ট্রনিক্স ও রড ব্যবসায়ীসহ ৬ জনের কাছ থেকে জরিমানার ২৮ হাজার টাকা আদায় করা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার ইউএনও মো. সোহেল রানা।
তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা সদরে বাজারে এ অভিযান চালানো হয়।
তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ইলেক্ট্রন্কি ও রড ব্যবসায়ীসহ ৬ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদন্ড ধার্য্য করা হয় এবং তাদের কাছ থেকে নগদ আদায় করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রিতে মূল্য তালিকা রাখতে ও পণ্যের অতিরিক্ত দাম না নেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।