কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২১টি এতিমখানা ও কওমি মাদ্রাসার প্রতিটি সভাপতি ও প্রধানদের হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরুসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।