কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনা জেলায় তিন হাজার আনসার বাহিনীর দুস্থ ভিডিপি সদস্যদেরকে ত্রান সহায়তা দেয়া হবে। এ সহায়তার অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা জেলা আনসার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্বে) মো. জিয়াউল হাসান। এ সময় তিনি সদর উপজেলার তিনশত দুস্থ আনসার ভিডিপি’র নারী পুরুষের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান তুলে দেন।
৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্বে) মো. জিয়াউল হাসান জানান, সারা দেশে ৬৪টি জেলার প্রতি উপজেলায় ৩০০ দুস্থ ভিডিপি’র সদ্যসকে এক সপ্তাহের খাবার হিসেবে চাল, ডাল, তেল আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক বিতরন কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনার ১০ উপজেলায় ৩ হাজার ভিডিপি সদস্যকে এ সহায়তা দেয়া হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সদর উপজেলায় ৩০০ ভিডিপি সদসের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়েছে বলে তিনি জানান।
ত্রাণ সামগ্রী বিতরন উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমন্ড্যান্ট মো. মিজানুর রহমান, সার্কেল এডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, সদর উপজেলার আনসর ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল সহ বাহিনীর অন্যান্য সদস্য ও কর্মচারীবৃন্দ।