শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে আনসার ভিডিপির সদস্যরা। আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ৪০ জন সদস্য ধান কাটাই অংশগ্রহণ করেন। এই সময় তারা আগিয়া ইউনিয়নের বাঘেধরা মাঠ সংলগ্ন মোঃ চাঁন মিয়ার ১৬ কাটা জমি ও রুক্কু মিয়ার ৩ কাটা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এই কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, নেত্রকোনা আনসার ভিডিপি’র পরিচালক মোঃ জিয়াউল হাসান, উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাজেরা খাতুন, আগিয়া ইউনিয়নের সাবেক মেম্বার ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গিয়াসউদ্দীন বাহারসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের নেতৃবৃন্দ।