স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের নতুন বাজার রেলক্রসিং সংলগ্ন হরিজন পল্লী। সেখানে প্রায় ২৫০ পরিবারের বসবাস। তাঁদের মধ্যে যুব সমাজ তাঁরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে উঠছে। এই যুব সমাজ তাঁদের কমিউনিটির মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সেবাসহ দেশের যেকোন দূর্যোগে সহযোগিতামূলক কাজ করে থাকে। ঠিক তেমনি করোনা মোকাবেলায় হরিজন যুব সংঘের উদ্যোগে হেলা পঞ্চায়েত কমিটির সাবেক কোষাধ্যক্ষ রাজন হরিজন এর সহযোগিতায় আজ ২৮ এপ্রিল এই কমিউনিটির ২৫০ পরিবারের মাঝে আটা বিতরণ করা হয়। এছাড়া হরিজন যুব সংঘের যুবকদের মাধ্যমে শম্ভুগঞ্জ ঋষিপাড়া, নাটক ঘরলেন, দূর্গাবাড়ি শাঁখারি পট্টিতে অবস্থিত প্রায় ৫০টি হরিজন পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।
হরিজন যুব সংঘের সভাপতি আজাদ সিং শর্মা এ প্রতিবেদককে জানান, আমাদের এই কমিউনিটি মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা, সুস্বাস্থ্য বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতনার জন্য যুব সমাজের উদ্যোগে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। এর ধারাবাহিতায় আমরা কাজ করে যাচ্ছি। এখনো আমরা অনেক অবহেলিত অবস্থায় আছি। দেশের এই দূর্যোগে আমাদের কমিউনিটির মানুষের মাঝে স্বাস্থ্য বার্তা পৌঁছিয়ে দেয়ার পাশাপাশি খাদ্য সহায়তাও করছি। তবে আমাদের পাশে দাঁড়ানোর জন্যও সবাইকে আহবান জানাই।
এছাড়াও গত ২২ এপ্রিল এই কমিউনিটিতে চাউল, ডালসহ অন্যান্য খাদ্য সহায়তা দেয় হরিজন যুব সমাজ।
খাদ্য সহায়তায় উপস্থিত ছিলেন হরিজন যুব সংঘের সহ সভাপতি শ্যামল হরিজন, সাধারন সম্পাদক টিটু হরিজন, সাবেক সাধারন সম্পাদক খোকন হরিজন, বর্তমান সহ সম্পাদক শাওন হরিজনসহ যুব সংঘের অন্যান্য সদস্যবৃন্দ।