কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টাকা পাওনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত হয়ে পিতাসহ তিন ভাই কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে রমজানের দ্বিতীয় দিনে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমর গ্রাও গ্রামে। আহতরা হলেন, ওই গ্রামের নেওয়াজ উদ্দিন এবং ছেলে আজিজুল হক, মো. মনিরুল ইসলাম ও হাফিজুর রহমান।
আহত মো. মনিরুল ইসলাম জানান তার বড় ভাই জাহাঙ্গীর আলম পার্শ্ববর্তী বাড়ির তাইজুলের কাছ থেকে ৩০ হাজার ও তাইজুলের ভাইয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে আনে ব্যাবসার জন্য। শতকরা ১০ টাকা হারে প্রতি মাসে ৩০০০ (তিন হাজার) করে টাকা দিয়ে আসছিল। কিন্তু করোনার জন্য কাজ বন্ধ থাকায় টাকা দিতে পারছেনা। ফলে রমজানের প্রথম দিনে শনিবার সন্ধ্যায় ইফতারের সময় পাওনাদার তাইজুল এসে টাকা দাবী করে। টাকা দিতে পারবেনা বললে তাদেরকে গালিগালাজ ও মারধর করে। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ যায়। এর পরবর্তীতে পুলিশ কেনো নিয়েছে এই কথা বলে রবিবার সকালে ঘুমন্ত অবস্থায় তাদের ঘরে হামলা চালিয়ে মারধর করে। এতে তারা চারজনই আহত হন। এ নিয়ে রবিবার রাতে কলমাকান্দা থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে মনিরুল জানায়।
এ ব্যাপারে ওই গ্রামের স্থানীয় মেম্বার সুরুজ আলী জানান, জাহাঙ্গীরের বাড়িতে তাইজুল হামলা করেছে ঠিক আছে। কিন্ত কেন এই হামলা কি বিষয় আশয় তা তিনি জানেন না। তবে দুজনের বাড়িই পাশাপাশি।
এদিকে সোমবার রাতে তাইজুলের সাথে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমি তাদের কাছে দুইলাখ টাকা পাই। টাকা চাইতে গেলে অস্বীকার করে আর টাকা দেবে না বলে ঘরের ভেতরে আটকে রাখে এবং মারধর করে। পরে আমরাও মেরেছি। আমরাও ভাইয়েরা আহত হয়েছি। করোনার সময় বললে তিনি বলেন আমাদের গ্রামে এসব নাই।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মাজাহারুল করীম জানান, টাকা নিয়েই শুধু তাদের মধ্যে ঝগড়া হয়েছে এমন না। আরো অনেক কিছু আছে। কেউ অভিযোগ করেনি। তাদেরকে সোমবার সকালে থানায় আসতে বলেছিলাম।