স্টাফ রিপোর্টারঃ করোনা মোকাবেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র এবং ছায়া বিদ্যাপীঠ মডেল স্কুলের প্রধান উপদেষ্টা মোঃ ইকরামুল হক টিটু এর সহযোগিতায় আজ ২৭ এপ্রিল ছায়া বিদ্যাপীঠ স্কুলের শিক্ষার্থীদের দরিদ্র ও অস্বচ্ছল অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের দরিদ্র ও অস্বচ্ছল ৩৫ জন অভিভাবকদের একেকজনকে সময় নির্দিষ্ট করে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের হাতে এ সহায়তা তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক বাবলী আকন্দ ও নয়ন ইসলাম।
এ সময় উপস্থিত থেকে বিতরণে সহায়তা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আক্তার, সহকারী শিক্ষক খাদিজা আকন্দ আশা, মোঃ রহিত, মুন্নি আক্তার।
খাদ্য সহায়তা পেয়ে অভিভাবকগণ জানান, দেশের স্বাভাবিক পরিস্থিতি থাকা অবস্থায় আমরা কোনমতে দিন এনে দিন খেয়ে জীবন চালিয়েছি। কিন্তু লকডাউনের মাঝে পড়ে এখন না পারছি কাউকে বলতে না পারছি কারো কাছে চাইতে। আপনার মাধ্যমে মেয়র মহোদয়ের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
অভিভাবকগণ মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।