শেরপুর প্রতিনিধি :করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারীজনিত জাতির এই ক্রান্তিলগ্নে কর্মহীন অাকস্মিক অভাবগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে নকলার কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকাস্থ এ জেড ফ্যাশন ও জেড এইচ এক্স এক্সপোর্টের সত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হাসান জুয়েল।গতকাল ২৬-০৪-২০২০ রোজ রবিবার ও অাজ ২৭-০৪-২০২০ রোজ সোমবার জহিরুল হাসান জুয়েল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জাতির এই ক্রান্তিলগ্নে তার গ্রামের বাড়ী তৎসংলগ্ন এলাকা শেরপুর জেলার নকলা উপজেলার গণপদ্দী, কৃষ্ণপুর,চিতলিয়া বাজার,খারজান,মাওরা,ধুকুরিয়া, লাভা ও নকলা শহরের বিভিন্ন এলাকায় ১০০০(এক হাজার) পরিবারের মধ্যে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে প্রতিটি পরিবারের ১৫ দিন চলার উপযোগী খাদ্যসহায়তা সামগ্রী প্রদান করেন।করোনাকালীন এই দুর্যোগপূর্ণ সময়ে এলাকার মানুষের টানে জহিরুল হাসান জুয়েলের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উক্ত এলাকাবাসী তথা নকলার অাপামর জনগন।উল্লেখ্য বিভিন্ন উৎসব ও অাপদকালীন সময়েও তিনি এলাকাবাসীকে সবসময় মানবিক সহায়তা প্রদান করে থাকেন।