শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় কৃষকের পাকা ধান কেটে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি।
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বুরো ধান কাটতে বিপাকে সাধারণ কৃষক। শ্রমিক সংকটের কারণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। তাদের স্বপ্নের ফসল মাঠেই নষ্ট হবে বলে দুশ্চিন্তায় ছিলেন। এই সংকটময় সময়ে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
আজ ২৭ এপ্রিল (সোমবার) উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে জেলা কৃষকলীগের সভাপতি কেশবরঞ্জন ও পূর্বধলা উপজেলা কৃষকলীগের সভাপতি ও সেক্রেটারি সহ ৪০ জন কর্মীদের সাথে নিয়ে কাস্তে হাতে কমলা বিলে লাউজানা গ্রাম সংলগ্ন মোঃ উজ্জল মিয়ার ৪৫ শতাংশ জমির পাকা ধান ২ ঘন্টায় কেটে বাড়িতে পৌঁছে দেন। এই জমিটি বিলের তলানীতে হওয়ায় পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বর্তমান সময় উপযোগী ধান কাটায় কৃষকের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার সেবায় নিয়োজিত। তিনি বলেন যেকোন দূর্যোগ মোকাবিলায় শেষ পর্যন্ত কাজ করে যাবো ইনশাআল্লাহ্। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।