ময়মনসিংহ মহানগর কৃষকলীগকে সঙ্গে নিয়ে ধান কাটলেন সিটি মেয়র টিটু

Date:

Share post:

 

স্টাফ রির্পোটারঃ মহানগর কৃষকলীগকে সঙ্গে নিয়ে ধান কাটতে নেমে গেলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। ২৬ এপ্রিল (রবিবার) তৃতীয় দিনে ময়মনসিংহ নগরীর ৩২নং ওয়ার্ড চরকালীবাড়ী এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ২৩ কাঠা জমির ধান কেটে দিলেন কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা।
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে করোনাভাইরাসের এ সময়ে শ্রমিক সংকট নিরসনে কৃষকের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর কৃষকলীগ। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগ। ৩২নং ওয়ার্ড মহানগর কৃষক লীগের সভাপতি মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক ছলিম মিয়ার উদ্যোগে এ ধান কাটার আয়োজন করা হয়।
উক্ত ধানকাটার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন স্থবির হয়ে পড়েছে। তার তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর কারণে শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ অনেকটায় ঘরে আবদ্ধ। করোনা ভাইরাসের কারণে আজকে ধান কাটতে লোক পাওয়া যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কৃষকলীগের কল্যাণে আজকে কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই এ সরকার কৃষকদের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।
এসময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইছাহাক আলী সরকার, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ.বি ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, সহ-সভাপতি নূর আলী তালুকদার, ফিজার তালুকদার, যুগ্ম সম্পাদক খোকন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আরমান সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর কৃষকলীগের মহিলা সম্পাদিকা শামীমা রহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল আলম খান আখি, মহানগর কৃষক লীগ নেতা বাবু নন্দন চক্রবর্তী, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মাসুদ রানা, গবেষণা বিষয়ক সম্পাদক শফিক মিয়া, ৩২নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ১৭নং ওয়ার্ড ওয়ার্ড সভাপতি রেজাউল ইসলাম, মহানগর কৃষক লীগের সম্মানিত সদস্য বাবু সুদীপ বিজয় দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ আলী, মহানগর কৃষক লীগ নেত্রী সেলিনা কবির ও রাবেয়া খাতুন সহ নেতা-কর্মীরা এ ধান কাটায় অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

মদনে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে (ইউপি) ২৭০ জন দুস্থমাতা (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে প্রতি...

দেশের সংবিধানকে টেনে ছুড়ে আ.লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল-কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা...

পূর্বধলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

পূর্বধলা প্রতিনিধিঃগত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মন্নাফের ছেলে মোঃ রফিকুল ইসলাম'র...

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২...