সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা কার্যক্রম শুরু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ৩ নম্বর গোডাউনে এ ধান কেনা কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ সময় স্থানীয় কৃষক রফিকুল ইসলামের কাছ থেকে ৩৬০ কেজি ধান ক্রয় করা হয়।
জেলা প্রশাসক জানান, জেলায় এবার ১০৪০ টাকা দরে ১৫ হাজার মেট্রিকটন ধান কেনা হবে। এর মধ্যে মোহনগঞ্জ থেকে ১৪২২ মেট্রিকটন ধান কেনা হবে। এ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, ইউএনও আরিফুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) নাজনীন সুলতানা ও উপজেলা খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।