কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের কোন সদস্য করোনাভাইরাস কোভিড-১৯ এ সংক্রমিত হলে পূর্ব থেকেই তাদের জন্য আইসোলেশন সেন্টার নির্ধারন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে পৌর সদরে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলটি আইসোলেশন সেন্টার হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্যানার টানানো হয়। জেলার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর নির্দেশনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ আইসোলেশন সেন্টারের জায়গাটি নির্ধারন করেন।
দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, উপজেলা পুলিশ প্রশাসনে কর্মরত কোন পুলিশ সদস্য যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাদের জন্য অগ্রিম চিন্তা আইসোলেশন সেন্টারে স্থান নির্ধারিত করা হয়েছে। উপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া এ উপজেলাটি এখনো কোন করোনা রোগী সংক্রমিত হয়নি। আমি মনে করি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সচেতন মহলের ঐকান্তিক প্রচেস্টায় এ অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।
ঢাকা, নরায়নগঞ্জ, গাজীপুরসহ আশপাশ এলাকার থেকে আসা লোকদের হোম কোয়ারাইন্টানে নিশ্চিতে পুলিশ প্রশাসন নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। পুলিশি চেক পোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশি টহল অব্যাহত রয়েছে বরে তিনি জানান।