পূর্বধলা প্রতিনিধি : গত (২৪ এপ্রিল) উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামে দেখা গেলো এক অভাবনীয় দৃশ্য।
করোনাে ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের অভাবে এ অঞ্চলের কৃষক যখন চিন্তাগ্রস্থ তখনই পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে আওয়ামীলীগ ও অংগসংগঠনের ৭০ জন নেতাকর্মী হাতে কাস্তে নিয়ে মাঠে নেমে পড়লো ধান কাটতে।
আগিয়া ইউনিয়নেে হাটকান্দা বাজার সংলগ্ন হামেদ আলী ও মো: রফিক মিয়ার ১০ কাটা জমির পাকা ধান কেটে বাড়িতে দিয়ে আসে তারা। ধান কাটার এ ব্যতিক্রমী উদ্যোগে আশা জেগে উঠেছে পূর্বধলার কৃষকদের মাঝে।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকের পাশে আছি। ধান কাটার এ কর্মসূচী অব্যাহত থাকবে।